হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা প্রবীর মিত্র। অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু জটিলতা নিয়ে ২২ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবরটি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম।
গণমাধ্যমকে সিফাত জানান, কিছু শারীরিক জটিলতায় বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিলো না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে দেওয়া হয়েছিলো কেবিনে। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।
তবে এটাই প্রথম নয়, অনেকদিন ধরেই প্রবীর মিত্র বয়সের ভারে ন্যুব্জ। সেইসাথে আছে নানা অসুখ-বিসুখ।