৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ গত বৃহস্পতিবার পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করেছে।

এখন জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা ও সংবিধান- এসব খাতে পাঁচটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পেল। আর ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনকে।

সংস্কার কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ বা আলোচনা বিলম্বিত হবে কি না, এখন এই আলোচনা উঠছে রাজনৈতিক অঙ্গনে।

জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ-এই ছয়টি ক্ষেত্রের সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার আজ শনিবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য যে পাঁচটি কমিশন গঠিত হয়েছে, সেগুলোর প্রধানেরাও আজকের বৈঠকে অংশ নেবেন।

  • মেয়াদ
  • সংস্কার কমিশন
  • #