নির্বাচন কমিশনের কোনো ভুল হলে সংবাদ না করে কমিশনকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার । আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের কোনো ভুল হলে নিউজ না করে আমাদের জানাবেন। আমরা তা ঠিক করে নেব। নিউজ করে সবাইকে জানানোর কী দরকার। নিউজ হলে অনেকে সে বিষয়ে প্রশ্ন করবে। আমরা সেসব প্রশ্নের উত্তর দেব নাকি কাজ করব?
সিইসি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান ইসির মূল লক্ষ্য। ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই। আমাদের কমিটমেন্ট হচ্ছে—একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। যেটা এত দিন জাতি বঞ্চিত হয়েছে। আমি প্রায়ই বলি- আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসনে যাচ্ছে, আন্দোলন করছে, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। দেশের ১৮ কোটি বঞ্চিত মানুষ কোথায় যাবে?
সিইসি নাসির উদ্দিন বলেন, ভোটের অধিকার থেকে বঞ্চিত ১৮ কোটি মানুষ। তাঁরা আসবে আমাদের কাছে, তাঁদের এ বঞ্চনার দুঃখ বলার জন্য আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি- ইনশা আল্লাহ তাঁদের বঞ্চনা যেন ঘোচাতে পারি। তাঁরা যে বঞ্চিত হয়েছে, সে ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা ঘোচাতে চাই। বঞ্চনার কষ্ট দূর করতে চাই। আমাদের কমিটমেন্টে অটল আছি। সবার সহযোগিতা চাই।
এ সময় ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তথ্য সংগ্রহের এ কাজে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর ধাপে ধাপে পৌনে এক লাখ লোকবল এ কর্মসূচির আওতায় আনা হবে।