মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি অংশের সার্ভিস লেনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দোগাছি এলাকার সার্ভিস লেনের পাশে পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়।
কাইয়ুম উদ্দিন চৌধুরী আরও জানান, মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু যুবকটির গায়ে কোনো জামা কাপড় ছিল না। প্রচণ্ড শীতে খালি গায়ে থাকায় স্ট্রোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। আর ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।