অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়। রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে দুইশ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থানরতদের মধ্য থেকে ৫ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ে আলোচলনার ডাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছে।

প্রসঙ্গত, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮৮ জন, নারী ৩৩ জন।

  • অবস্থান
  • অব্যাহতিপ্রাপ্ত
  • এসআই
  • শিক্ষানবিশ
  • সচিবালয়
  • #