নীলফামারীতে পুলিশি হস্তক্ষেপে বন্ধ হল কনসার্ট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

নীলফামারী জেলায় কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলাধীন চাপড়া ইউনিয়নের বাবরিজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত সমর্থক ও স্থানীয় ব্যক্তিদের বাধার মুখে স্থানীয় কিশোরদের উদ্যোগে আয়োজিত কনসার্ট পুলিশের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, উক্ত এলাকার কিশোরদের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের আয়োজনে সহযোগিতা করেন। কিন্তু বিদ্যালয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, বিধায় সেখানে কনসার্ট আয়োজনের বিষয়টি স্থানীয় ব্যক্তিদের অনুভূতিতে স্পর্শকাতর হয়ে উঠে। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লালনের কনসার্ট বন্ধের পক্ষে অবস্থান অবস্থান গ্রহণ করেন।

পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কনসার্ট বন্ধ করে দেওয়া হয় এবং উভয়পক্ষের উপস্থিত লোকজন স্থান ত্যাগ করে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

  • কনসার্ট
  • নীলফামারী
  • বন্ধ
  • #