স্ত্রীকে গলা কেটে হত্যার পর মস‌জি‌দের ইমামের আত্মসমর্পণ

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ২ মাস আগে

পটুয়াখালী‌তে যৌতু‌কের দাবি‌তে স্ত্রী‌কে গলা কেটে হত‌্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে পটুয়াখালী‌র সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রা‌মে এ ঘটনা ঘটে।

আত্মসমর্পণকারী নূর মোহাম্মদ হাওলাদার (৫০) আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রা‌মের আবদুস সোবাহান হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, নূরজাহান বেগম (৪০) ও নূর মোহাম্মদ হাওলাদারের সংসা‌রে এক ছে‌লে এক মে‌য়ে আছে। তাদের‌ বি‌য়েও দেয়া হ‌য়ে‌ছে। নূর মোহাম্মদ এক‌টি মস‌জি‌দে ইমাম‌তি ক‌রে সংসার চালাতেন।‌ অভাব-অনটন কাটাতে ও বি‌ল্ডিংয়ের কাজ শেষ করতে স্ত্রীকে বাবার বাড়ির সম্প‌ত্তি বি‌ক্রি করে টাকা আনার জন‌্য চাপ প্রয়োগ ক‌রে আস‌ছিল নূর মোহাম্মদ। স্ত্রী টাকা এনে দি‌তে অস্বীকার করায় দ্বিতীয় বি‌য়ে করার হুমকি দেন তিনি।

এ নি‌য়ে ঝগড়াঝাটি হলে নূরজাহান স্বামীর ঘর ছেড়ে ছেলের ঘরে চলে যান। শনিবার রাতে নূরজাহানের কা‌ছে ক্ষমা চেয়ে ছেলের মধ‌্যস্থতায় তাকে ঘরে ফিরিয়ে নেন নূর মোহাম্মদ। পরে গভীর রা‌তে স্ত্রী‌কে গলা কে‌টে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যান তিনি। পরে নূর মোহাম্মদ রবিবার দুপু‌রে সদর থানায় আত্মসমর্পণ ক‌রেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ জানান, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হয়েছে। নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে।

  • আত্মসমর্পণ
  • ইমাম
  • মস‌জি‌দ
  • স্ত্রী
  • হত্যা
  • #