তিতুমীর কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগাল শিক্ষার্থীরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন। মঙ্গলবার সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এমন কাজ করেছেন শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। এবার নিজেরাই কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়েছেন। কলেজটিকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান তারা।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিয়েছে। যা তিতুমীর কলেজে মানে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

দীর্ঘদিন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি করে আসছে শিক্ষার্থীরা। সর্বশেষ গত শনিবার আজকের দিনের জন্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে এবং তিতুমীর কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

  • তিতুমীর কলেজ
  • তিতুমীর বিশ্ববিদ্যালয়
  • ব্যানার
  • মূল ফটক
  • শিক্ষার্থী
  • #