ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ২ মাস আগে

ঝালকাঠির সদর উপজেলার কৃত্তিপাশা এলাকায় সুদেব হালদার (২৮) নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) রাতে কৃত্তিপাশা ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। তিনি স্থানীয় বাউকাঠি বাজারে একটি মোবাইলের দোকান চালাতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রামপুর নামক স্থানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে। সুদেব রাতে বাড়ি না ফেরায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায় না। পরে সকালে স্থানীয়রা সুদেবের বাড়ি থেকে এক কিলোমিটার দুরের একটি ফসলের মাঠে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই সুকেশ হালদার জানান, ছোট বেলা থেকে কলকাতায় মামাদের সঙ্গে থাকত সুদেব। করনাকালীন সময়ে সে দেশে এসে ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি বাজারে একটি মোবাইল ফোন ও বিকাশ অ্যাজেন্টের দোকান খুলে ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগে মোবাইল সার্ভিসিং নিয়ে একজনের সঙ্গে ঝগড়া হয় তার। ধারনা করা হচ্ছে এ কারণে সুদেবকে হত্যা করা হতে পারে। যারা সুদেবকে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নিহতের মা শেফালী হালদার বলেন, আমার ছেলে কারও সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি তাহলে কেন আমার ছেলেকে হত্যা করা হলো। আমি এর বিচার চাই।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই ব্যবসায়ীর মাথায় কয়েকটি কোপ ও গলা কেটে জবাই করার চিহ্ন রয়েছে। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

  • ঝালকাঠি
  • ব্যবসায়ী
  • হত্যা
  • #