বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবের লাইভে আসেন গত রবিবার রাতে। সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। তার  বক্তব্য দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।  তার নিয়ে বক্তব্য নিয়ে আজ মঙ্গলবার তসলিমা নাসরিন তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টটি যথাসময়.কম-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।

তসলিমা নাসরিন বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের গুণ্ডা পাণ্ডারা দেশে-বিদেশে তো কম লোককে এ পর্যন্ত মারেনি। কত নিরীহ লোককে হত্যা করেছে, কত নিরপরাধ লোককে গুম করেছে, কত অসহায় মানুষকে সর্বস্বান্ত করেছে! আমি অনেকবারই একটি প্রশ্ন করেছি, কিন্তু কখনও উত্তর পাইনি, এখনও সেই প্রশ্নটি আমি করি, আমার খুব জানতে ইচ্ছে করে, এই বীভৎস খুনীটাকে কেন ৫০ বছরেও আওয়ামী লীগের কেউ একবারও নিহত করার চেষ্টা পর্যন্ত করেনি!!!

  • আত্মস্বীকৃত খুনি
  • তসলিমা নাসরিন
  • বঙ্গবন্ধু
  • মেজর ডালিম
  • #