ভ্যাট বাড়ানোর পরিকল্পনা থেকে সরকার সরে না এলে, অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছে মালিকরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ হুমকি দেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। এসময় রাজস্ব আদায়ে এনবিআরের হয়রানি বন্ধেরও দাবি জানানো হয়।
বাড়তি রাজস্ব আদায়ে পোশাকের শো-রুম, বিমান টিকিট, হোটেল, রেস্তোরাঁসহ ৪৩ পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে রেস্তোরাঁ মালিক সমিতি।
সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, আইএমএফের শর্ত পূরণে ভ্যাট বাড়ানো হলে ক্ষতিগ্রস্ত হবে ছোট উদ্যোক্তারা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। তাই রেস্তোরাঁয় ভ্যাটের হার ৫ শতাংশ করার দাবি করেন ব্যবসায়ীরা।
রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন বলেন, বর্ধিতহারে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, মালিকদের স্বার্থে রক্ষায় জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। ধারাবাহিকভাবে এক দিনের জন্য সারাদেশে প্রতীকীভাবে রেস্তোরাঁ বন্ধের কর্মসূচিও গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে।
নিবন্ধিত হোটেল-রেস্তোরাঁ সরকারকে কর দিলেও দিচ্ছে না রাস্তার খাবারের দোকানগুলো। রাজস্ব বাড়াতে সব ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন আওতায় আনার দাবি জানান হোটেল মালিকরা।
সমিতির প্রধান উপদেষ্টা খন্দকার রুহুল আমিন বলেন, যারা আমাদের উপদেষ্টা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা এটা বয়সের কারণেই হোক বা অন্য কারণেই হোক বিষয়টা এতোটা বুঝতে পারছেন না। এখানে কিন্তু এর আগেও আমলারা নানা ধরনের কথা বলে কান ভারি করে সরকারকে বিব্রত করার জন্য যে কর্মকাণ্ড করার তাই করেছে।
ভ্যাট আদায়ে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধেরও দাবি জানান হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা।