যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন সিনেমার এক অভিনেত্রীকে ঘুষ দেয়ার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির একটি আদালত। রায়ে ট্রাম্পকে ‘নিঃশর্ত মুক্তি’ দেয়া হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) শেষবারের শুনানির পর নিউইয়র্ক আদালতের বিচারক হুয়ান মারচান রায় ঘোষণা করেন। রায়ে ৩৪টি অভিযোগের সবকটিতেই নিঃশর্ত মুক্তি দেয়া হয়েছে। রায়ের পর বিচারক মারচান বলেন, আপনার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য আমি আপনার মঙ্গল কামনা করছি।
মামলার প্রায় ছয় বছর পর এর রায় দেয়া হল। রায়ের পর মেরচান আদালতকে বলেন যে, তিনি এই মামলায় ট্রাম্পের যে নিঃশর্ত মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন সেটাই দেশের সর্বোচ্চ পদের ওপর হস্তক্ষেপ না করেই একমাত্র আইনসঙ্গত শাস্তি’। নিঃশর্ত মুক্তির ফলে ট্রাম্পকে কোনো জরিমানা, প্রবেশন বা কারাদণ্ডের সম্মুখীন হতে হচ্ছে না।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভোবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। অর্থাৎ আর মাত্র ১০ দিন বাকি আছে। শপথ নেয়ার আগে এই রায় তার জন্য নিশ্চিতভাবেই স্বস্তির বিষয়। যদিও এই মামলায় তার বড় কোনো শাস্তি হবে না বলেই মনে করা হচ্ছিল।