মুন্সীগঞ্জ সদরে চর কেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় আলু ক্ষেতে পুতে রাখা অবস্থায় নিখোঁজ হালিমা বেগমের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আলু ক্ষেত থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাটি খুঁড়ে লাশটি দেখতে পান।
পরিবার জানায়, ৯ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন হালিমা বেগম। পরে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অপহরণ মামলা করে নিখোঁজের পরিবার।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।