আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবি ভবনের সামনে কর্মসূচি পালনের সময় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বিষয়ে আদিবাসী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদ আদিবাসীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবং আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতসহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

এছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সংগঠিত বিভিন্ন গোষ্ঠীর অপতৎপরতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায় মহিলা পরিষদ।

  • আদিবাসী
  • নিন্দা
  • বাংলাদেশ মহিলা পরিষদ
  • শিক্ষার্থী
  • হামলা
  • #