আ.লীগের সাবেক এমপির পরিত্যক্ত ভিটায় আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীর একটি পরিত্যক্ত ভিটায় রহস্যজনকভাবে আগুন লেগেছে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্র‍্যাক অফিসের পাশে প্রাচীর করা ওই ভিটায় আগুন লাগে।

স্থানীয়রা জানায়, হঠাৎ তারা ওই ভিটায় আগুন দেখে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত সময়ের মধ্যে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে যানবাহনের যানজট তৈরি হয়। হঠাৎ এই স্থানে আগুনের সূত্রপাত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু নিশ্চিত করে বলতে পারেননি। কেউ কেউ এটাকে আতঙ্ক সৃষ্টির চেষ্টার জন্য আগুন দিয়েছে বলে ধারণা করছেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল বাসেদ বলেন, ‘খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে সে স্থানটি পরিত্যক্ত। ভেতরে কোনও স্থাপনা নেই। আগুনে আবর্জনা পুড়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।’

 

  • আ.লীগ
  • আগুন
  • পরিত্যক্ত ভিটা
  • সাবেক এমপি
  • #