বানারীপাড়ার অবৈধ ইটভাটা পুনরায় চালুর পাঁয়তারা

: বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম তীরে ভাঙনকবলিত মসজিদবাড়ি গ্রামের বন্ধ ইটভাটা মেসার্স ব্রাদার্স ব্রিকস ফিল্ড (বি‌বিএফ) চালুর পাঁয়তারা রুখে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ইউএনও মো. বায়েজিদুর রহমানের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে আসেন সৈয়দকাঠী ইউনিয়নের তহশিলদার মো. কামরুল হাসান। ইউএনওর নির্দেশক্রমে তিনি অবৈধ ইটভাটার স্টাফদের কাছে ভাটাসংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাইলে তারা অপরাগতা প্রকাশ করেন। ফলে ইউএনও’র নির্দেশক্রমে তিনি ভাটার কার্যক্রম বন্ধ করে দেন।

বানারীপাড়ার অবৈধ ইটভাটা পুনরায় চালুর পাঁয়তারা

এলাকাবাসীকে তিনি বন্ধ ইটভাটা যাতে পুনরায় চালু হতে না পারে সে ব্যাপারে সচেতন করেন। স্কুল-কলেজ, মন্দির-মাদ্রাসা, বাড়ি-ঘর রক্ষার জন্য এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে ইউএনওর তি‌নি সাধুবাদ জানান।

জানা গেছে, ২০২৩ সালের এপ্রিলে পরিবেশ অধিদফতর বি‌বিএফ ইটভাটাটি ভেঙে দেয়। তারপর তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের নেতাদের  দিয়ে এলাকাবাসীকে হুমকি-ধমকি দিয়ে বন্ধ থাকা ইটভাটা চালুর চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের কারনে পিছু হটে সে সময়ের আওয়ামী নেতারা।

জানা গেছে, মেসার্স ব্রাদার্স ব্রিকস ফিল্ডের মালিক সাকিবুল ইসলাম সুমন বন্ধ ইটভাটা পুনরায় চালুর জন‌্য আওয়ামী লীগের নেতাদের পেছনে ব্যাপক অর্থ ব্যয় করেছেন। যুবলীগের ক্যাডারদের এনে এলাকাবাসীকে ভয়-ডর দিখেয়ে ভাটা চালু করার চেষ্টা করেছেন। যুবলী‌গের ক‌্যাডার‌দের দি‌য়ে এলাকাবাসীদের ম‌ধ্যে ক‌য়েকজনকে মেরে আহত ক‌রেছেন। সেটা নি‌য়ে থানায় মামলা হয়েছে (মামলা নং ১০, ২৭/১০/২০২৩) এবং বিষয়‌টি এখন আদাল‌তে বিচারাধীন র‌য়ে‌ছে।

জানা গে‌ছে, জোড়পূর্বক অনেক দরিদ্র মানুষের জায়গা দখল করেছে। ভেকু দিয়ে জ‌মির মা‌টি তুলে নিয়েছে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর এলাকার ক‌তিপয় দালালদের মাধ‌্যমে পুনরায় ভাটা চালুর প্রচেষ্টা কর‌ছে।

বিএন‌পির উপ‌জেলা পর্যা‌য়ের নেতৃবৃন্দ এই ভাটা চালুর বিপ‌ক্ষে। বানারীপাড়া বিএন‌পির অ‌ভিভাবক এস সরফু‌দ্দিন আহমেদ সান্টুও ভাটা চালুর বিপক্ষে। জানতে চাইলে তি‌নি বলেন, বিএন‌পির য‌দি কেউ অ‌বৈধ ইটভাটা চালুর জন‌্য তদ‌বির করে তাদেরকে আপনারা কঠোরভাবে প্রতিহত করবেন। কোনো চাঁদাবাজ, দখলদার এবং জন‌বিরোধীর জায়গা বানারীপাড়া বিএন‌পি‌তে থাক‌বে না।

বানারীপাড়ার অবৈধ ইটভাটা পুনরায় চালুর পাঁয়তারা

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে গ্রামবাসীর সঙ্গে কয়েক দফা বাকবিতণ্ডাও হয়েছে বিবিএফ ইটভাটার মালিকের সঙ্গে। বন্ধ ইটভাটা পুনরায় চালু হ‌লে যেকোনো সময় এটা বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে। তাই নিজেদের বসতভিটা, ডজন খানেক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার ও ফসলি জমি বাঁচানোর পাশাপাশি তিন হাজার শিক্ষার্থীর শিক্ষার সুস্থ পরিবেশ এবং শিশু-কিশোরদের ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষার জন্য মেসার্স ব্রাদার্স ব্রিক ফিল্ড (বিবিএফ) ইটভাটা যাতে পুনরায় চালু হতে না পা‌রে সেজন‌্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী।

এ ব্যাপারে ইউএনও মো. বায়েজিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলায় যে সব অবৈধ ইটভাটা রয়েছে, তা নির্মূলে অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

  • অবৈধ ইটভাটা
  • চালু
  • পাঁয়তারা
  • বানারীপাড়া
  • #