ঢাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাজধানীতে পৃথক এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। ঢাকার কাওলা রেলগেট ও ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় এই দুই ঘটনা ঘটে। রোববার সকালে ঘটনা দুটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, সকাল সাড়ে সাতটায় কাওলা রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় অংকিতা মজুমদার নামের এক নারী নিহত হন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

অংকিতার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামে। তাঁর স্বামী নয়ন মিয়া। বর্তমানে উত্তরায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

এছাড়া ভোর সাড়ে পাঁচটার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় বিমানবন্দর থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক নারী মারা যান। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, ওই নারী ভিক্ষা করতেন।

  • ট্রেনে কাটা
  • ঢাকা
  • নারী
  • মৃত্যু
  • #