মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটাব্যবস্থার নিরসন করে এবারের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার ফল প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ সমাবেশে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অংশ নেন।
মেডিকেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার বিকেলে প্রকাশিত হয়েছে। কোটা থাকায় কম নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ আহমেদ বলেন, কেউ ৭১ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাননি অথচ ৪১ নম্বর পেয়ে কীভাবে আরেকজন সেই সুযোগ পান? অবিলম্বে এই ফলাফল বাতিল করতে হবে।
রাত সোয়া ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল ১১টার মধ্যে এই ফলাফল বাতিল না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সোমবার সকাল সাড়ে ১১টায় সেখানে একটি সমাবেশের ঘোষণা দিয়ে বৈষম্য নিরসনের এই যৌক্তিক দাবিতে সবাইকে এক হওয়ারও আহ্বান জানান তাঁরা।