রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার জন্য ট্রাম্পের ইচ্ছাকে স্বাগত জানিয়ে বলেন, আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই।ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে যেকোনো মীমাংসা ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করবে।
সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করার এবং প্রায় তিন বছরের সংঘাতের দ্রুত অবসান ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
ট্রাম্পের শপথ গ্রহণের আগে এক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, আসন্ন শপথ গ্রহণের জন্য রিপাবলিকানকে অভিনন্দন। যুদ্ধ পরিস্থিতি মীমাংসার ক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে চাই, এর লক্ষ্য একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি নয়… বরং সকল মানুষের বৈধ স্বার্থ ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি স্থায়ী শান্তি হওয়া উচিত।