সুইডিশ লেখক ইউনিয়ন মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় স্টকহোমে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সুইডেন প্রবাসী বাংলাদেশি এবং সুইডিশ ও বিদেশি সাংবাদিক এবং লেখকদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতির জন্য মানবাধিকার চরম লঙ্ঘন ও সর্বক্ষেত্রে বাংলাদেশ আজ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সরকারি কর্মচারী এমনকি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ ইউনুস সরকার।
বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বাড়ি ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে ও মিথ্যা মামলা দিয়ে এবং নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এসব কিছুর সমালোচনা করে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন নরওয়ের নিউ টাইমের সম্পাদক জন ওয়াই জোনস, সুইডিশ দগেন্স পত্রিকার সাবেক প্রধান সম্পাদক আর্নে রুথ , সুইডিশ লেখক ইউনিয়নের বোর্ড সদস্য আনিছুর রহমান ও সুইডিশ কবি লার্স হ্যাগার। এ সময় আরো উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা কাজী কুদ্দুস ও মুক্তিযোদ্ধা এম জামান লাল্টু, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, সহসভাপতি সিরাজুল হক খান রানা, ইফতেখার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর রিপন, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক হাসান মিয়া প্রমুখ।