মালয়েশিয়া যেতে চাই’ দাবিতে সার্ক ফোয়ারা চত্বরে বিদেশগামীদের অবস্থান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

‘মোদের দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই’।’ প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই, মালয়েশিয়া যেতে চাই’। এমন স্লোগান দিয়ে রাস্তায় অবস্থান নিয়েছে মালয়েশিয়া যেতে না পারা বিদেশগামী কর্মীরা। কারওয়ান বাজার মোড়ের সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নিয়েছে তারা।

বুধবার সকাল ৯টা থেকে রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে মালয়েশিয়া যেতে না পারা এসব কর্মীরা। সরকারের পক্ষ থেকে কোনো একজন উপদেষ্টা এসে স্পষ্ট আশ্বাস না দিলে রাস্তা ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে তারা।

কেউ কেউ এস‍েছেন কাফনের কাপড় পড়ে। এভাবে রাস্তা আটকে দেওয়ার জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। যানজট শুরু হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ এসে এসব কর্মীদের একপাশে সরিয়ে দেয়। তারপর যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

তেজগাঁও পুলিশের ডিসি মোহাম্মদ ইবনে মিজান গণমাধ্যম কর্মীদের বলেন, তারা সকাল নয়টা থেকে এখানে অবস্থান নিয়েছিল। আমরা আধা ঘণ্টা আগে তাদের অনুরোধ করেছিলাম, তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়। কারণ আপনারা জানেন এখানে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে, অনেক রোগীর যাতায়াত করে৷ তাদের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছিল। তারা আমাদের বলেছিল, আলোচনা করে আমাদের জানাবে৷ কিন্তু যেহেতু তারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেনি, তখন আমরা তাদের অনুরোধ করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।

২০২৪ সালের ৩১ মে পর্যন্ত সময়ের মধ‍্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর পক্ষে অনেক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। আজও কর্মীরা জড়ো হয়েছে কারওয়ান বাজারে। পাশেই সকাল থেকেই সতর্ক অবস্থান নিয়ে ছিল পুলিশ সদস্যরা।

অবস্থান কর্মসূচিতে যেতে না পারা কর্মীরা বলছিলেন, তারা ৫ লাখ টাকা দিয়েও যেতে পারেন নি। তাঁরা অধ‍্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান।

কর্মীদের একজন বলছিলেন, এখন তারা ঋণ করে চলছেন। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। তাদের এই ফেব্রুয়ারি মাসের মধ‍্যে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর না হলে তারা বাঁচবেন না, তাই কাফনের কাপড় পড়ে এসেছেন।

  • অবস্থান
  • দাবি
  • বিদেশগামী
  • মালয়েশিয়া
  • সার্ক ফোয়ারা চত্বর
  • #