ডেমরার খালে ভেসে উঠল যুবকের মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা খালে ভেসে উঠা এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে হত্যার পর কেউ তার মরদেহ খালে ফেলে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার সবুজ রানা বলেন, স্টাফ কোয়ার্টার ও বাঁশেরপুল এলাকার মাঝামাঝি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআই মরদেহের আঙ্গুলের ছাপ নিয়েছে।

এ ঘটনায় মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা ও থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অপরদিকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তারও নাম-পরিচয় জানা যায়নি।

  • ডেমরা
  • মরদেহ
  • যুবক
  • #