জুলাই আন্দোলনের পর থেকে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে ২২ দশমিক ৩৩ শতাংশ। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা।
এসময় জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ইপিজেডে বিনিয়োগ হয়েছিল ১৬২ দশমিক ছয় বিলিয়ন ডলার। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১২৬ দশমিক তিন বিলিয়ন ডলারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পটপরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির জন্যও বিনিয়োগ কমেছে। তবে, বিনিয়োগ কমলেও এই সময়ে ইপিজেড থেকে রপ্তানি বেড়েছে ২২ দশমিক চার এক শতাংশ।