মোদি-ট্রাম্প ফোনালাপ, কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। ট্রাম্পকে মোদি বলেছেন, ‘বিশ্বশান্তি’ ও ‘নিরাপত্তার’ জন্য উভয় দেশ একসঙ্গে কাজ করবে।

সোমবার ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোদি বলেন, আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত। (প্রেসিডেন্ট হিসেবে) তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে অভিনন্দন।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ও বিশ্বস্ত অংশীদারত্বের বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্বশান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব বলে ফোনালাপে উল্লেখ করেন নরেন্দ্র মোদি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর দুই নেতার মধ্যে কথা হল। ওয়াশিংটন ডিসিতে ওই শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭-২১ সালে দুই নেতার মধ্যে সুসম্পর্ক ছিল। এই ফোনালাপের মধ্য দিয়ে আবার দুজনের মধ্যে সরাসরি যোগাযোগ শুরু হল।

চলতি বছরের শেষ দিকে চার দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করার কথা রয়েছে ট্রাম্পের। এর আগেই মোদি ওয়াশিংটন সফরে যেতে পারেন বলে একাধিক খবরে বলা হচ্ছে।

  • কৌশলগত সম্পর্ক
  • প্রতিশ্রুতি
  • ফোনালাপ
  • মোদি-ট্রাম্প
  • #