মাদারীপুরে পৃথক স্থানে মিলল বৃদ্ধা ও যুবকের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

মাদারীপুরে পরিত্যক্ত একটি ডোবা থেকে হিরন নেছা (৬৫) নামে এক নিখোঁজ বৃদ্ধার ও ট্রেনের লাইনের কাছ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জেলার কালকিনি ও শিবচর উপজেলার পৃথক স্থানে মরদেহগুলো পাওয়া যায়।

কালনিতে উদ্ধার হিরন নেছা পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে কালকিনি থানা পুলিশ। শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে শিবচর পুলিশ।

কালকিনি থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধা হিরন নেছা বেগম গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি শেষে তাঁর কোনো সন্ধান না পেয়ে বৃদ্ধার বড় ছেলে লিটন মৃধা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার নতুন পানেরহাটের পুর্ব পাশে ডোবার মধ্যে হিরন নেছার ভাসান্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

নিহতের ছেলে লিটন মৃধা বলেন,আমার মা নিখোঁজের ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। যাদের সন্দেহ করেছিলাম তাদের নাম ওই অভিযোগে অন্তর্ভুক্ত আছে। আমি দোষীদের বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ডোবা থেকে সন্ধ্যায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, খবর পেয়ে বিকেলে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি গ্রামে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে শিবচর পুলিশ। মরদেহ ময়নাতদেন্তর জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বৃদ্ধা
  • মাদারীপুর
  • যুবক
  • লাশ
  • #