নতুন কাউকে যোগ না করে আর তিনজনকে বাদ দিয়ে স্থগিত করা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মধ্যরাতে নতুন এ তালিকা প্রকাশ করেছে একাডেমির জনসংযোগ বিভাগ।
পুরস্কার কমিটির সিদ্ধান্তের পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার রাতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকার বিষয়ে এ সিদ্ধান্ত হয়।
নতুন ঘোষিত তালিকায় এবার সাতজন পুরস্কার পাচ্ছেন; আগের তালিকায় ১০ জনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।
পুরস্কার কমিটি কথাসাহিত্যে সেলিম মোরশেদ, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং শিশুসাহিত্যে ফারুক নওয়াজকে বাদ দিয়েছে। তবে স্থগিত হওয়ার পর কথাসাহিত্যে সেলিম মোরশেদ তা প্রত্যাখান করার কথা বলেছিলেন।
এতে করে এবার কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য, শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান: রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করার পর তালিকায় থাকা কারো কারো সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় গত শনিবার পুরস্কার স্থগিত করা হয়। তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলা একাডেমি।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়ার কথা রয়েছে।