জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি প্রকাশনায় (ছাত্র সংবাদ) মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধকে ছোট করে, কটাক্ষ করে আপনারা যদি এই দেশে রাজনীতি করতে চান, সেই রাজনীতি কখনোই সফল হবে না।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এ সভার আয়োজন করে।
বিএনপির এই নেতা আরও বলেন, আমরা নানা ধরনের কথাবার্তা দেখছি। মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে ৫ আগস্টকে। এটা মানুষ মেনে নেবে না। ৫ আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ-অভ্যুত্থান। এর বার্তা, রূপ ও বৈশিষ্ট্য এক ধরনের। আর একাত্তরের মুক্তিযুদ্ধ আরও বড় ক্যানভাসের- ৩০ লাখ মানুষের আত্মদান। ওটাকে ছোট করে এটাকে বড় করলে লাভ হবে না। এটা মানুষ ভালোভাবে নেবে না।