মেঘনায় জলদস্যুর দুগ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে জলদস্যুর দুই গ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সদর উপজেলার কালীরচর ও চাঁদপুরের মোহনপুরের কাছাকাছি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাসানচরের কালাম ফকিরের ছেলে রাসেল (৩২) ও চাঁদপুর মতলব উপজেলার রিফাতের (২৯)। আর পায়ে গুলিবিদ্ধ স্থানীয় বালিচকের আইয়ুব আলীকে (৩২) প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, নদীতে চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে কানা জহির ও কিবরিয়া গ্রুপের মধ্যে রাত সাড়ে ৭ টার দিকে গুলি বিনিময় হয়।

মুন্সীগঞ্জ সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থলে নৌপুলিশ কাজ করছে। অপরাধীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

  • জলদস্যু
  • নিহত
  • বন্দুকযুদ্ধ
  • মেঘনা
  • #