বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইজারল্যান্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশসহ তিন দেশে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। সুইস পার্লামেন্টের এ সংক্রান্ত সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করবে, তা তুলে ধরা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল বলছে, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচিগুলো ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইজারল্যান্ড উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি)।

মাঠ পর্যায়ের প্রয়োজনীয়তা, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) এবং এক্ষেত্রে অন্যান্য দেশগুলোর তুলনায় সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের সিদ্ধান্ত নেয় সুইস পার্লামেন্ট। অবশ্য মানবিক সহায়তা, শান্তির প্রচার এবং ইউক্রেইনকে এই পদক্ষেপকে বাইরে রাখার সিদ্ধান্ত হয়।

২০২৫ সাল থেকে বহুপাক্ষিক সহযোগিতার মধ্যে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, ইউএনএইডস এবং ইউনেস্কোতে সহায়তা বন্ধ করার কথাও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

  • উন্নয়ন
  • বন্ধ
  • বাংলাদেশ
  • সহযোগিতা
  • সুইজারল্যান্ড
  • #