ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা, অকটেন ও পেট্রোলের দামও ১ টাকা করে বাড়িয়ে যথাক্রমে ১২৬ ও ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।শুক্রবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথেসামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আলোকে নির্বাহী আদেশে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ডিসেম্বরে ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ে অকটেন ১২৫ ওপেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়।
সরকার জ্বালানি তেলের দামে ভর্তুকি প্রদান থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেয়। এখানে আইএমএফ এর চাপও রয়েছে।