ফেসবুকে সবসময় সরব থকেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তিনি পোস্ট দেন। আজ তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ পোস্টটি যথাসময়.কম-এর পাঠকদের জন্য তুলে ধরা হল।
তসলিমা নাসরিন পোস্টে বলেন, “আমি শেখ মুজিবকে শেখ মুজিব বলেছি, কখনও বঙ্গবন্ধু বলিনি, তাঁর দল আওয়ামী লীগের আমি কোনওদিন সদস্য হইনি, তাঁর কন্যার গুণগান গাইনি। কিন্তু তাঁকে মহান নেতা হিসেবে শ্রদ্ধা করেছি। ৭৫-এ তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় মর্মাহত হয়েছি। হত্যাকারীদের কোনওদিন ক্ষমা করিনি। তাঁকে ৭১-এ যেমন শ্রদ্ধা করেছি, এখনও তেমন করি। কিন্তু যে লোকেরা আজ দেশের ক্ষমতায়, এরা শেখ মুজিবের ছবি ভাস্কর্য বাড়িঘর ভেঙে পুড়িয়ে নষ্ট করেনি শুধু, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের স্মৃতি গুঁড়ো করে দিয়েছে এবং দিন রাত যারা ঘৃণা ছিটোচ্ছে শেখ মুজিবের দিকে, তাদের পুরোনো ভিডিও দেখে আমি হতবাক। শেখ মুজিবের প্রতি আবেগে ভালবাসায় এরা থর থর করে কাঁপত, কদিন আগেও এরা এদের ‘বঙ্গবন্ধু’কে এত ভালবাসত, যে, তাঁর কথা মনে করে কেঁদেও ফেলত। এরা আজ বদলে গেল কেন? শেখ মুজিবের প্রতি ঘৃণার উদ্রেক হল কেন? এ রকম তো হতে পারে না যে শেখ মুজিব এদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন, বা তিনি খুব অন্যায় কিছু করেছেন রিসেন্টলি! তিনি তো সেই ৭৫ সাল থেকেই নেই। তাহলে ঘটনা কী? এরা কি হিপোক্রেট? অসৎ? মিথ্যেবাদী? যা বলে এরা, তা বিশ্বাস করে না? এমন লোক সরকারে থাকা তো খুব খারাপ।”