মুজিবনগরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ম্যুরাল ভাঙচুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণের ম্যুরাল ভেঙে ফেলেছে ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার গভীর রাতে ছাত্র জনতা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে মুর‌্যালটি ভেঙে প্রায় দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝখানে ফেলে রাখে। এছাড়া মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেওয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে।

মুজিবনগর স্মৃতিসৌধ পাশের স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, শুক্রবার ভোর রাতের দিকে ২০-২৫ জন যুবক স্মৃতিসৌধ অভ্যন্তরে এই হামলা চালায় প্রত্যেকের হাতে হাতুড়ি, শাবল, বড় ছিল। তারা প্রথমেই মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সামনে ১২ ফুট লম্বা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্মৃতি ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর পুরো মুজিবনগর ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছোটবড় আরও কয়েকটি ম্যুরালসহ বঙ্গবন্ধুর টেরাকোটার বিভিন্ন চিত্র ভেঙে ফেলে।

অনেকের পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল। মুজিবনগর অভ্যন্তরে ডিউটিরত ব্যাটেলিয়ন আনসার সদস্যরা কেউ তখন তাদের প্রতিরোধে এগিয়ে যায়নি। আমরাও ভয়ে প্রতিবাদ করতে পারিনি। প্রায় ১ ঘণ্টা এই হামলা-ভাঙচুর চালিয়ে তারা নির্বিঘ্নে স্থান ত্যাগ করে জলে যায়। পরবর্তীতে ভাঙা অংশগুলো নিয়ে কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড়ে ফেলা রাখে তারা। এর আগে ৫ অগাস্ট রাতে মুজিবনগরে একই ধরনের হামলা চালিয়ে সবকিছু ভাঙচুর করা হয়েছিল।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যুরাল ও ভাস্কর ভেঙে ফেলার দৃশ্য দেখতে পায়। পুলিশ এই ঘটনার সঙ্গে কারা জড়িত, বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

  • ৭ মার্চ
  • বঙ্গবন্ধু
  • ভাঙচুর
  • ভাষণ
  • মুজিবনগর
  • ম্যুরাল
  • #