নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার লালপুর রেললাইন এলাকায় নিজের ইট-বালু ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকার মৃত সমন আলীর পুত্র। পেশায় তিনি ইট বালু সিমেন্ট বিক্রির ব্যবসা করেন। বাড়ির সামনে ‘মা বাবার দোয়া এন্টারপ্রাইজ’ নামের তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, গত রাত ২টা নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আসা মালামাল আনলোড করে মামুন বাসায় এসে ঘুমিয়েছিল। ভোররাত ৪টায় তার ফোনে একটি ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে দোকানের সামনে যায়। সেখানেই মামুনকে গুলি করে পালিয়ে যায় ঘাতকরা। গুলির শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখতে পাই, ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পড়ে আছে মামুন। পরে উদ্ধার করে তাকে খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মামুনের ম্যানেজার আজাদ মামুনের অফিসের ভেতরই ঘুমান। আজাদ তাকে জানিয়েছে যে, গুলির শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখেন দুটি ছেলে দৌঁড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যাচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।