সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিখোঁজের ১০দিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেরনগর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়নাল হোসেন (৪০) কামারপাড়ার মৃত আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরি কাটতে গিয়ে এক ব্যক্তি কচুরির নিচে একটি মৃতদেহ দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হয়।
নিহতের ভাই ময়নাল হোসেন বলেন, ভাই মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তার শ্বশুরবাড়ির সঙ্গে বেশ কিছুদিন থেকে পারিবারিক ঝামেলা চলছিল। সম্প্রতি শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধরও করেছে। ১০ দিন আগে সে নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীর পচে-গলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে। আয়নাল হোসেন নিখোঁজ থাকলেও স্বজনরা আগে বিষয়টি থানায় অবগত করেননি।