বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে কিছুই মেলেনি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানি সরিয়ে কোনো কিছু পাওয়া যায়নি। রবিবার বিকেলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. কাউসার আহমেদ জানিয়েছেন, আমাদের ইউনিটগুলো পানি সরিয়ে ফেরত এসেছে। সেখানে কিছু পাওয়া যায়নি।

গত বুধবার রাত থেকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরদিন বেজমেন্টের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ‘আয়নাঘর’ বা বন্দিশালা থাকার গুঞ্জন ছড়ায়, যার ফলে পানি সরিয়ে অনুসন্ধানের দাবি ওঠে।

রবিবার (৯ ফেব্রয়ারি) সকাল ৯টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে। নির্মাণাধীন ভবনটি আওয়ামী লীগের গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)-এর বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙা শুরু হয়।

বৃহস্পতিবার দিনভর লুটপাটের পর বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না ও রাতে জেয়াফতের আয়োজন করা হয়।

পরবর্তী কয়েকদিন ভবনটির ধ্বংসস্তূপ থেকে রড, বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে দেখা গেছে। কেউ কেউ ভবনের অবশিষ্ট অংশে হাতুড়ি চালিয়ে রড বের করেছেন, আবার কেউ মাটি খুঁড়ে বৈদ্যুতিক তার সংগ্রহ করেছেন।

বুলডোজার কর্মসূচি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না। একই সময়ে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে থাকা ভাস্কর্য, ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। এছাড়া আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

  • ধানমন্ডি ৩২
  • বঙ্গবন্ধু
  • বেজমেন্ট
  • #