২০২৬-এর জুনের মধ্যেই নির্বাচন হবে : উপদেষ্টা ফরিদা আখতার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।  রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

ফরিদা আখতার বলেন, আমরা একদিক দিয়ে এই হাওরকে রক্ষা করতে চাচ্ছি। অন্যদিক দিয়ে এই হাওরে আবার ধান উৎপাদন হচ্ছে। ধান উৎপাদন করতে গিয়ে কৃষকেরা কীটনাশক ব্যবহার করছেন। এর ফলে পরবর্তীতে বিষটা আবার মাছের মধ্যে যাচ্ছে। ফলে আমরা কিন্তু সেদিক থেকে দুই রকম মন্ত্রণালয়ের দুই রকম কাজের সংঘাতের মধ্যে আছি। আমার কাছে যতটুকু তথ্য এসেছে, হাওরকে রক্ষা করতে হলে কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। আমরা সবকিছুর চাষ করি, কিন্তু কীটনাশক ব্যবহারকে রিয়ন্ত্রণ করতে হবে।

ফরিদা আখতার বলেন, চাষের মাছের ওপর নির্ভরতা করে চলতে চাই না। দেশিয় প্রজাতীর মৎস্য রক্ষা করাটা মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের অনেক বড় দায়িত্ব। সেদিক থেকে এ নিয়ে অভয়াশ্রম তৈরি ও রক্ষা করা মৎস্য ও প্রাণি সম্পদের অন্যতম প্রধান দায়িত্ব।’ এ সময় তিনি বাইক্কা বিলসহ দেশের অন‍্যান‍্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে আমরা জাতীয় নির্বাচন দিতে চাই। প্রধান উপদেষ্টা একটা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যে সংস্কারগুলো জরুরি সেটা যদি পূরণ না হয়, আর যদি রাজনৈতিক দল একমত হয় ২০২৬ এর জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাবে না।

  • উপদেষ্টা
  • নির্বাচন
  • ফরিদা আখতার
  • #