যুবদল নেতা তৌহিদ হত্যা : এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি কেউ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লায় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে হত্যার ঘটনায় এক সপ্তাহেও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ দাবি করেছে, মামলার আসামিদের কেউ এলাকায় নেই, গা ঢাকা দিয়েছেন তারা। তাই তাদের গ্রেপ্তার করা যায়নি।
এদিকে খুনিদের বিচার দাবি করে আসামিদের ছবি দিয়ে নগরীর দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। এতে ফাঁসি দাবি করে আসামি তানজিল, সাইফুল, খাইরুল ও নাজমুলের ছবি প্রকাশ করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মামলার অভিযোগে ৬ জনকে আসামি করা হয়। তারা হলেন, জেলার আদর্শ সদর সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের রামচন্দ্রপুর (পান্ডানগর) গ্রামের সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের প্রতিবেশী ও ইটাল্লা গ্রামের তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও একই উপজেলার বামইল গ্রামের সোহেল। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তৌহিদের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, আমরা মামলা করেছি ৭ দিন হলো। এখনও মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলা করে আমরা নিরাপত্তাহীনতায় আছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।

তবে মামলায় ৩ ছেলে নাজমুল, খাইরুল ও সাইদুলকে আসামি করায় বিস্ময় প্রকাশ করে তাদের বাবা মোক্তল হোসেন বলেন, আমার ৩ সন্তান তৌহিদুলের পরিচিত। তারা তাকে হত্যা ও নির্যাতনে জড়িত ছিল না। মামলার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি আমি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মামলার আগেই আসামিরা আত্মগোপনে চলে যান, তাই পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। অভিযান চলমান আছে।

  • গ্রেপ্তার
  • তৌহিদ হত্যা
  • যুবদল নেতা
  • #