এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ১০ দিনের রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাজধানীর ধানমন্ডি থানাধীন শিক্ষার্থী মো. শামীম ও যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে ৫ দিনের করে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারী) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা ধানমন্ডি থানার মামলায় ৫ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক উভয় মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরের দিন যাত্রাবাড়ীর ইমন হোসেন গাজী হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ড দেয় আদালত।

  • এক্সিম ব্যাংক
  • নজরুল ইসলাম মজুমদার
  • রিমান্ডে
  • সাবেক চেয়ারম্যান
  • #