বইমেলায় ‘সব্যসাচী’ প্রকাশনার স্টলে হামলার প্রতিবাদ আওয়ামী লীগের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ প্রকাশনার স্টলে হামলার প্রতিবাদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বিবৃতি দিয়েছেন। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুকে আজ এ বিবৃতিটি প্রকাশিত হয়।

বিবৃতিতে বাহাউদ্দিন নাসিম বলেন, অমর একুশের বইমেলা বাঙালির প্রাণের মেলা। শুধু প্রাণের মেলাই নয় বরং এটা বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। বাঙালির চিত্তের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই মেলা। বইমেলায় লেখক ও প্রকাশকেরা নতুন নতুন বই প্রকাশের মাধ্যমে নতুন নতুন ধারণার জন্ম হয় এবং তা চর্চার অবারিত সুযোগ থাকে। নতুন ধারণা ও চিন্তাভাবনার উন্মেষ ও বিকাশ মানবসভ্যতার অগ্রগতিতে অনস্বীকার্য অবদান করে। অমর একুশে বইমেলার ‘সব্যসাচী’ স্টলে হামলা সুনির্দিষ্টভাবে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার উপর হামলা। পাশাপাশি এটা মানুষের মতপ্রকাশের স্বাধীনতার টুঁটি চেপে ধরতে চাওয়া। সরকারের প্রচ্ছন্ন মদদ না থাকলে মব সৃষ্টি করে শুধু মত ও চিন্তার বৈচিত্র্য থাকার কারণে পরিকল্পিতভাবে কারো উপর হামলা করা সম্ভব নয়। যে সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে ব্যর্থ, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ সে সরকার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার নিজেদের ক্ষমতার বৈধতা দিতে বিভিন্ন কূটচাল চালছে। তবে ক্ষমতা পাকাপোক্ত করতে এই অবৈধ সরকার মবসন্ত্রাসের উপরই অধিক আস্থাশীল। তাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে মবসন্ত্রাসের মাধ্যমে মানুষের জানমালের উপরে হামলা চালাচ্ছে। একদিকে এই ফ্যাসিস্ট সরকার মুখে বহুত্ববাদের কথা বলছে। আর অন্যদিকে উগ্র-সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়ে একত্ববাদ কায়েম করছে।

বিবৃতিতে তিনি বলেন, এই ফ্যাসিস্ট গোষ্ঠী অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের পর থেকে বিরোধী মতের উপর অবর্ণনীয় দমন-পীড়ন চালিয়ে আসছে। গণমাধ্যমের স্বাধীনতায় ন্যক্কারজনকভাবে হস্তক্ষেপ করছে। অসাংবিধানিক ও অগণতান্ত্রিক এই সরকার একটি মাত্র মত-পথ সৃষ্টির লক্ষ্যে সকল ভিন্নমত ও বৈচিত্র্য দমন ও ধ্বংসে সর্বদা তৎপর। সেই ধারাবাহিকতায়ই সরকারের প্রত্যক্ষ মদদে উগ্র-সাম্প্রদায়িক শক্তি মব সৃষ্টি করে বইমেলায় ‘সব্যসাচী’ প্রকাশনার স্টলে হামলা করে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের হীন তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

#