যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও ৫৯১ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত শনিবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বিশেষ এই অভিযানে ২ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
৮ ফেব্রুয়ারি (শনিবার) যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। অভিযান শুরুর চতুর্থ দিন; অর্থাৎ মঙ্গল থেকে বুধবার বিকেল পর্যন্ত ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি চায়না রাইফেল, ২টি এলজি, ৪টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন, ৩টি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।