স্বাধীনতা আনায় ভূমিকা রাখলে আমরা কেন স্বাধীনতা পাচ্ছি না : পরীমণি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিবিসি বাংলায় এক অডিওতে সম্প্রতি শিল্পীদের অনিরাপত্তাসহ সৃজনশীল কাজে নানাবিধ বাঁধার সম্মুখীন হওয়া নিয়ে সাহসী বার্তা দিয়েছেন তিনি। ‘অনিরাপদ বোধ’ করেছেন দাবি করে বিবিসি বাংলায় পরীমণি বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ।’

পরীমণি বলেন, ‘আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই। সেখানে বাঁধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাব পেছপা হব, আমাদের সৃজনশীল কাজে বাঁধা আসবে… আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।’

অভিনেত্রীর কথায়, ‘যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্ম বিরোধী ধর্মের উপরে কী আঘাত হচ্ছে আমি স্পষ্ট ভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে এরা আসলে কারা।’
পরীমণি শেষে বলেন, ‘এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি তাহলে এই স্বাধীনতা কেন উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে?’

এর আগে গতমাসেও শোরুম উদ্বোধনে তৌহিদী জনতার বাঁধা পেয়ে ফেসবুকে পরীমণি লিখেন, ‘এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? অনিরাপদ বোধ করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কী বলার আছে আর। এ দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ? এ দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’

  • ঢালিউড
  • পরীমণি
  • স্বাধীনতা
  • #