ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দায়িত্ব পাচ্ছেন দক্ষিণ এশীয় নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুর।

তাকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে পাস হলে ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হবেন পল কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পল কাপুরের নিয়োগ দক্ষিণ এশিয়ার প্রতি, বিশেষ করে– ভারত ও পাকিস্তানের বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়।

ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর যুক্তরাষ্ট্রের নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তাবিষয়ক বিভাগের অধ্যাপক।

  • ডোনাল্ড লু
  • পল কাপুর
  • স্থলাভিষিক্ত
  • #