কবি সোহেল হাসান গালিবের মুক্তির দাবিতে ১০৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের ১০৫ জন লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক ও অধিকারকর্মী। এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে আমরা অবগত হয়েছি যে একটি কবিতা লেখার কারণে একটি বিশেষ গোষ্ঠীর চাপে কবি-প্রাবন্ধিক ও শিক্ষক সোহেল হাসান গালিবকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী নাগরিক মনে করি কর্তৃপক্ষের এই ধরনের পদক্ষেপ লেখকের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী, এবং একইসাথে ছাত্রজনতার আন্দোলনের সাথেও অসঙ্গতিপূর্ণ।’ বিবৃতিতে কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লেখক ও অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান, কবি-প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, বাংলা একাডেমির মহাপরিচালক লেখক ও অধ্যাপক মোহাম্মদ আজম, কবি-প্রাবন্ধিক কুমার চক্রবর্তী, কবি-প্রাবন্ধিক চঞ্চল আশরাফ, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি-প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, কবি-প্রাবন্ধিক সাখাওয়াত টিপু, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম, কবি ও অধ্যাপক খালেদ হোসাইন, লেখক ও অনুবাদক রওশন জামিল চৌধুরী, লেখক-অনুবাদক ও শিক্ষক জিএইচ হাবীব, কবি ও সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, কবি ও চিত্রশিল্পী মোস্তফা জামান, সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম, কথাসাহিত্যিক জিয়া হাশান, কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কবি ও সাংবাদিক ফিরোজ এহতেশাম, কথাসাহিত্যিক মাসকাওয়াথ আহসান, লেখক-অধ্যাপক মহীবুল আজিজ, লেখক-অধ্যাপক রায়হান রাইন, কবি মজনু শাহ, কবি উপল বড়ুয়া, চলচ্চিত্রনির্মাতা নূরুল আলম আতিক, চলচ্চিত্রনির্মাতা প্রসূন রহমান, লেখক ও অধ্যাপক সৌভিক রেজা, লেখক ও অধ্যাপক হেলাল মহিউদ্দিন, চলচ্চিত্রনির্মাতা মেজবাউর রহমান সুমন, লেখক ও শিক্ষক সুদীপ্ত সালাম, কবি ও নাট্যকার জেনিস মাহমুন, লেখক আহমেদ ফিরোজ, কবি মাহবুব কবির, সঙ্গীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, কবি ইরাজ আহমেদ, কবি রনক জামান, কবি-প্রাবন্ধিক শাহেদ কায়েস, কবি-প্রাবন্ধিক মজিদ মাহমুদ, লেখক ও শিক্ষক সৈয়দ নিজার, অধ্যাপক স্বাধীন সেন, লেখক ষড়ৈশ্বর্য মুহম্মদ, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন, কবি সাইয়েদ জামিল, সম্পাদক ও শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর চৌধুরী, অধ্যাপক শরৎ চৌধুরী, শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান, শিক্ষক ও চলচ্চিত্রনির্মাতা লাবনী আশরাফি, লেখক ও চিত্রশিল্পী দেবাশীষ চক্রবর্ত্তী, কবি সালেহীন শিপ্রা, নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকু, সঙ্গীতশিল্পী সানী জুবায়ের প্রমুখ।

  • কবি সোহেল হাসান গালিব
  • দাবি
  • বিবৃতি
  • বিশিষ্ট নাগরিক
  • মুক্তি
  • #