মোদির সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল ৪টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা।

দুই নেতা হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন। বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এ সময় ট্রাম্প-মোদি একে অপরকে আলিঙ্গন করেন ও হাত মেলান।দুই নেতা গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উপস্থিত একজন সাংবাদিক ট্রাম্পকে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেন। ভারতীয় ওই সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলতে চান? কারণ, আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট (রাজনৈতিক পট পরিবর্তন) বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। তখন মুহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের (জর্জ সোরোসের ছেলে) সঙ্গে দেখাও করেছিলেন। তো বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে ডিপ স্টেটের ভূমিকা কী?’

ট্রাম্প উত্তর দেন, ‘এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন কিছু, যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) কাজ করছেন এবং (ভারত) শত শত বছর ধরে কাজ করে আসছে, আমি যতটুকু জানি। সত্যি বলতে, আমি এটি সম্পর্কে পড়ছি কিন্তু আমি বিষয়টি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেব।’

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে মোদি বলেন, ‘যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আমি সমর্থন জানাই। বৈশ্বিক জনমত বলছে, ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই- ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না, আমরা সব সময়ই শান্তির পক্ষে ছিলাম।’

তিনি আরো বলেন, ‘আমি যখন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছিলাম, তখন আমি বলেছিলাম- এখন যুদ্ধের যুগ নয়। আমি আরো বলেছিলাম, যুদ্ধক্ষেত্রে সমাধান খুঁজে পাওয়া যায় না। এগুলো কেবল তখনই সম্ভব যখন সকল পক্ষ সংলাপের টেবিলে বসে আলোচনা করবে।’

ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক এবং সম্ভাব্য বাণিজ্য চুক্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন মহান নেতা। আমরা ভারত ও আমেরিকার জন্য কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি।’

গণমাধ্যমের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় তার নিজের দেশকে অন্য সব কিছু থেকে এগিয়ে রাখেন, যা আমার দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ। আমিও একই কাজ করি-এ বিষয়টিতে আমাদের দৃষ্টিভঙ্গি এক।’

বৈঠকে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর অঙ্গীকার করেন।

সূত্র : এনডিটিভি, এপি
  • ডোনাল্ড ট্রাম্প
  • নরেন্দ্র মোদি
  • বাংলাদেশ
  • #