যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরো ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১০ দিনে সারা দেশে এই অভিযানে মোট পাঁচ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দেশে তৈরি শুটার গান একটি, পিস্তলের গুলির খোসা একটি, লাল রঙের সিসার তাজা কার্তুজ একটি, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, ধারালো চাকু একটি, ধামা দুটি, স্টিলের তৈরি ব্যাটন একটি, প্লাস একটি এবং খেলনা পিস্তল একটি।