যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা চায় শান্তি ও সুশাসন। যত দ্রুত দেশে সাধারণ নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরবে।
দলীয় নেতারা জানান, দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির প্রথম মুক্ত পরিবেশে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সমাবেশে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুত দেশে শান্তি ফিরবে। তবে কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, যদি ক্ষমতার খায়েশ থাকে, তাহলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। যারা ক্ষমতায় থাকতে চান, তারা দল গঠন করুন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসুন।