বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান, প্রতিবেশীর হামলায় বরের চাচা নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় বরের চাচা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল ব্যাপারী (৪৫) ওই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

প্রতিবেশী রতন আলী বলেন, আজ রোববার নিহত কামাল ব্যাপারীর বড় ভাইয়ের ছেলে সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন ছিল। সেই উপলক্ষে গতকাল দুপুর থেকে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটিকাটি হয়। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে কামাল ব্যাপারীর ওপর হামলা চালান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ অভিযোগ অস্বীকার করে সামসুল ব্যাপারী মুঠোফোনে বলেন, তাঁরা উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। আমরা নিষেধ করলে তাঁরা আমাদের মারধর করেন। কামাল ব্যাপারী কীভাবে মারা গেছেন, আমাদের জানা নেই।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

  • উচ্চ শব্দ
  • গান
  • নিহত
  • বিয়েবাড়ি
  • হামলা
  • #