দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর বনশ্রী এলাকায় মশাল মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রী এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলটি বনশ্রী এলাকার বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লক, ডি ব্লক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা ছিনতাইকারীর ঠিকানা, বনশ্রীতে হবে না, আমার সোনার বাংলায়, চুরি-ডাকাতির ঠাঁই নাই, জ্বালো জ্বালো, আগুন জ্বালো— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে তিনটি মোটরসাইকেলে এসে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪৩) পথরোধ করে তার কাছে থাকা স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়। তিনি এখনো চিকিৎসাধীন।