কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রনেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের নায়েবে আমিরের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলোঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ জানান। এ অভিযোগ অস্বীকার করেছেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন।

আসাদুজ্জামান আলী বলেন, সকালের দিকে থানার একটা বিষয় নিয়ে উপজেলা জামায়াতের আমির আফজাল হোসাইনের সঙ্গে ফোনে আমার বাকবিতণ্ডা হয়। এরপর দুপুর ১২টার দিকে আফজালে নেতৃত্বে ২০০ থেকে ৩০০ মানুষ আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা টিভি, ফ্রিজ, আসবাবসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছে। এ সময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

এ বিষয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, আলী ও তার বাবার নানাবিধ অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। কুমারখালীতে বিভিন্ন অপকর্মের সঙ্গেও তারা যুক্ত। চাঁদাবাজি করে, মানুষকে মারধর করে ও হুমকি দেয়। এতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এর সঙ্গে কোনো সংগঠন জড়িত নয়। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। অত্যাচারে বিক্ষুব্ধ জনতাকে আমরা কীভাবে ঠেকাব। তারা অতিষ্ঠ হয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এর সঙ্গে জামায়াতের নেতা বা জামায়াত কোনোভাবেই সম্পৃক্ত নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্যসচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে ওসি সোলাইমান শেখ বলেন, এলোঙ্গীপাড়ায় এক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • অভিযোগ
  • কুষ্টিয়া
  • বাড়ি
  • বৈষম্যবিরোধী ছাত্রনেতা
  • ভাঙচুর
  • হামলা
  • #