২ কর্মকর্তাকে বরিশাল শিক্ষা বোর্ডে যোগদানে বাধা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দুই কর্মকর্তাকে যোগদানে বাধা দিয়েছে কর্মচারী সংঘ। রবিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডে নতুন পদায়ন হওয়া উপ-বিদ্যালয় পরিদর্শক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক যোগদান করতে আসলে তাদের কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপরেও ওই দুই কর্মকর্তা শিক্ষা বোর্ডে আসলে তাদের ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে শিক্ষাবোর্ড কর্মচারীরা বিক্ষোভ মিছিল করে। পরে মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে ওই দুই কর্মকর্তাকে যোগদান করান।

বরিশাল শিক্ষা বোর্ড কর্মচারী সংঘ সভাপতি শহিদুল ইসলাম বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল সরাসরি ফ্যাসিবাদের দোসর। কামরুজ্জামান কামাল বরিশালের সাবেক মেয়র ও ‍ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর করে দেয়া বিএম কলেজ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। ওই কমিটি শিক্ষকদের ভোট ব্যাতীত হয়। সরাসরি সাদিক কলেজ অধ্যক্ষকে তার বাসভবনে নিয়ে অফিস আদেশের মাধ্যমে কমিটি করে। আল আমিন সরোয়ারকে ওই কমিটির সম্পাদক করা হয়।

অপরদিকে উপ বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ আওয়ামী পন্থী স্বাধীনতা শিক্ষক সমিতির নেতা ছিলেন। এই দুই কর্মকর্তাকে শিক্ষা বোর্ডে পদায়ন করা হয়েছে। আমরা তাদের যোগদানে বাধা দিয়েছি। তবে বিএনপি নেতা আফরোজা খানম নাসরিন তাদের যোগদানে সহায়তা করেছেন।

‍এ বিষয়ে জানতে উপ পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপ বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ তাদের ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করার বিষয়ে প্রতিবাদ করেছেন। তারা বলেছেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসে যোগদান করতে এসে কর্মকর্তা ও কর্মচারীদের তোপের মুখে পড়েন তারা। তাদের কক্ষে তালা ঝুলিয়ে দেয় কর্মচারীরা। পরে বিএনপি নেতা আফরোজা খানম নাসরিনের সহায়তায় যোগদান করেন।

উপ বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ সহযোগী অধ্যাপক পদে যশোর সরকারি কলেজে ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল সহযোগী অধ্যাপক পদে বাকেরগঞ্জ সরকারী কলেজে কর্মরত ছিলেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষা বোর্ডে যাদের বদলি অথবা নিয়োগ দেওয়া হয় তাদের সবাইকে মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তদন্তের পর চূড়ান্ত করা হয়। তারপরও অভিযোগ ‍উঠেছে দুই কর্মকর্তা আওয়ামী লীগের দোসর। যা নিয়ে কর্মচারীরা বিক্ষোভ মিছিল করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে কামরুজ্জামান কামাল ও উপ-বিদ্যালয় পরিদর্শক পদে হাসান মাহমুদ যোগদান করেছেন।

  • কর্মকর্তা
  • বরিশাল শিক্ষা বোর্ড
  • বাধা
  • যোগদান
  • #